ভিডিও গেমসের নেশা তারে ছাড়ে না

ভিডিও গেমসের নেশা তারে ছাড়ে না

ভিডিও গেম খেলার নেশায় নাওয়া-খাওয়া প্রায় শিকেয় উঠেছে তার। সারাক্ষণ শুধু আইপ্যাডের সামনে বসে থাকা। এমন দুশ্চিন্তা কিন্তু কোন মানব শিশুকে নিয়ে নয়; একটি আদুরে বিড়াল নিয়ে এমন দুর্ভাবনায় পড়েছেন অস্ট্রেলিয়ার সিডনি নিবাসী নারী অ্যান ড্র-য়িস। গেমপ্রিয় বিড়ালটির নাম টাইগার লিলি। লিলির নখের আঁচড় থেকে আইপ্যাডকে রক্ষা করতে অতিরিক্ত একটি প্রটেক্টরও ব্যবহার করা লাগে। ভিডিও গেম নিয়ন্ত্রণের দারুণ ক্ষমতা রয়েছে লিলির। তবে মালিক অ্যান কিছুটা দুুশ্চিন্তায় পড়লেও এখন লিলির প্রতি অত খেয়াল রাখার প্রয়োজন পড়ে না। কারণ এক বসাতেই লিলি ১০ থেকে ১৫ মিনিট গেম খেলতে পারে। একটু বিশ্রাম নিয়ে সে আবার শুরু করে। আরেকটি ব্যাপার হল, সম্প্রতি অ্যাপল কোম্পানি বিড়ালদের খেলার উপযোগী আইপ্যাড সরবরাহ করছে বাজারে।

 

সূত্র: দৈনিক যুগান্তর ১৬/০৬/২০১২ ইং