টিপস

নিয়ে নিন গ্রামীনফোনের ফ্রি ৪৫ মেগাবাইট ইন্টারনেট

গ্রামীনফোন তাদের গ্রাহকদেরকে ৪৫মেগাবাইট ইন্টারনেট দিচ্ছে একদম ফ্রি। তাই যাদের গ্রামিন সিম আছে তারা আখুনি এই সুযোগটি লুফে নিন তবে যাদের কোন এক্টিভ প্যাকেজ আছে তারা এটি পেতে পারেন আবার নাও পেতে পারেন। তবে যাদের কোন ইন্টারনেট প্যাকেজ এক্টিভ নেই তারা শিউর এই অফারটি পাবেন। তাই দেরি না করে আখুনি করবেন।...

পেনড্রাইভ/মেমোরি কার্ডের ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করা।

আপনি ইচ্ছে করলে পেনড্রাইভ/মেমোরি কার্ডের ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দের ইমেজ যুক্ত করতে পারেন। এজন্য প্রথমে একটি ফোল্ডার তৈরি করুন এবং যে ইমেজটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিবেন সেই ইমেজটি ফোল্ডারের ভিতরে রাখুন, তারপর একটি নোটপ্যাড খুলুন, নিচের কোডটি টাইপ করুন অথবা কপি করে পেষ্ট...

আর নয় এক কালার ফোল্ডার ব্রাকগ্রাউন্ড, এবার আপনার পছন্দের পিকচার দ্বারা ফোল্ডার ব্যাকগ্রাউন্ডকে সাজিয়ে নিন।

আস্‌সালামুআলাইকুম, প্রথমে সবাই আমার সালাম গ্রহণ করবেন, আপনারা নিশ্চয় জানেন সালাম দেয়া সুন্নাত আর সালামের উত্তর দেয়া ওয়াজিব। আশা করি সালামের উত্তর দিয়েছেন। আজ আমি আপনাদেরকে যে সফ্‌টওয়্যারটি সম্পর্কে বলব তা দ্বারা খুব সহজেই যে কোন ফোল্ডার এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। প্রথমে সফ্‌টওয়্যারটি...